নুরুল আমিন ভূঁইয়া দুলাল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১/২০০২৩-২০২৪ মৌসুমে উফসী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
মোট সাড়ে ৪ হাজার কৃষককের প্রত্যেককে ১০কেজি করে ডিএপি সার, ১০ করে কেজি এমওপি এবং ৫ কেজি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধূরী নয়ন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সোহানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, মৎস কর্মকর্তা এমদাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন