রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোনায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে নেত্রকোনা জেলা প্রশাসন।
আজ (১৭ মার্চ) শুক্রবার দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে 'চেতনার বাতিঘর' এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর শহরের মোক্তারপাড়া মাঠ হতে জেলা পাবলিক হল পর্যন্ত আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়৷ র্যালি শেষে জেলা পাবলিক হলে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে ১০৩পাউন্ড ওজনের কেক কেটে জেলার শিশু ও তরুণদের মাঝে বিতরণ করা হয়।
পরে জেলা পাবলিক হলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবা রহমান খান শেফালী, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন), পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ডের প্রাক্তন কমান্ডার, , বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রকোণা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আমিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব শামসুর রহমান লিটন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।