রিপোর্টারঃ রুমান শাহরিয়ার,
জেলা প্রতিনিধি, জামালপুর।
সকল পরীক্ষায় সফল হওয়া একটা স্বপ্ন। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যিনি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন শিক্ষার্থীর কথা জানাচ্ছি- যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে একজন সফল ও মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত।
আর তিনি হলেন, সরিষাবাড়ী পৌরশহরের চর পোগলদিঘা গ্রামের মোঃ ওসমান গনি ও শিক্ষিকা রোকেয়া এর কন্যা তাসফিয়া গণি উর্বশী। উর্বর্শী চর পোগলদিঘা গ্রামে ২০১৩ সালের ২রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তারপর মা-বাবার চাকরির সুবাদে উর্বর্শী ঢাকায় বড় হতে থাকে। পাঁচ বছর বয়সে তার মা রোকেয়া বেগম সরিষাবাড়ী উপজেলার ৭২নং কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হলে মায়ের সাথে সরিষাবাড়ী চলে আসে উর্বর্শী। আর তখন থেকেই শুরু হয় উর্বর্শীর হাতে খড়ি। শুরু হয় উর্বর্শীর শিক্ষাজীবন। শিক্ষাজীবনের শুরু থেকেই উর্বর্শী পড়ালেখায় যেমন মনোযোগী ঠিক তেমনি গান,নাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানেও ছিলো আগ্রহী। উর্বর্শী প্রতিবছর বর্ষ সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে আসছিল। ছোট থেকেই গান, নাচ, চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতায় আগ্রহী থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের,জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতো উর্বর্শী। আর বিভিন্ন প্রতিবন্ধকতাকে পেরিয়ে প্রথম স্থান অর্জন করতো উর্বর্শী। তার ঘরে প্রবেশ করলে মনে ওটা যেন কোন ঘর না! পরিপাটি ভাবে সাজানো একটি পুরষ্কারের দোকান। প্রতিবারের মতো এবারও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বিষয়ভিত্তক(বাংলা) কুইজে অংশগ্রহণ করে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত হয়েছে। তাই উর্বর্শী সবার কাছে দোয়া চেয়েছেন যেন ও ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে পারে।