• ঢাকা
  • শুক্রবার , ৯ জুন ২০২৩ , রাত ০৮:৫৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রাঙ্গাবালী‌তে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার

রিপোর্টার : Abu Hanif
রাঙ্গাবালী‌তে যুবকের আত্মহত্যা,  লাশ উদ্ধার ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব সংবাদদাতা :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাব্বির বয়াতি (২২) নামের এক যুবকের  লাশ উদ্ধার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে  উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড কাটাখালী গ্রাম  থেকে সাব্বির বয়াতির লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ । উপজেলার বড়বাইশদিয়া  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুলাল বয়াতির ছেলে সাব্বির 

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে সাব্বির বাড়িতে ঘুমাননি, বাড়ির পাশের বাড়ি মৃধা বাড়ির চাচতো চাচা রাসেলের সাথে ঘুমাইলে 

রাত ১টার সময় বাহিরে টয়লেটে যাওয়ার কথা বলে বের হয় সাব্বির, পড়ে ১ঘন্টার মধ্যে ফিরে না  আসলে খোঁজা খোজি করতে শুরু করে রাসেল,  আনুমানিক রাত ২টার দিকে পাশের ঘরের কুদ্দুস বয়াতিকে ঘুম থেকে জাগিয়ে সাব্বিরের ঘরে লাইট জ্বালানো দেখতে পেয়ে সন্দেহ হয়, ঝানালা দিয়ে উকি দিয়ে ঘরের রুয়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিক ঘরের ঝানালা ভেঙ্গে রাসেল ও কুদ্দুস বয়াতি ঘরের ভিতর ঢুকে পরে তাদের দুজনেরই মনে হয় যে সাব্বির বেচে আছে মর্মে রুয়া থেকে নিচে নামায়। 

তখন ডাক চিৎকার শুরু করলে  ঘটনাস্থলে বাড়ির আশেপাশের লোকজন আসতে শুরু করে। স্থানীয় চৌকিদার ফারুক থানায় ফোন করলে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন এর উপস্থিতিতে সকাল ৮.০০ টায় লাশটি উদ্ধার করে  রাঙ্গাবালী থানা পুলিশ।

রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশ‌টি ময়নাতদন্তের জন‌্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠা‌নো হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সারাদেশ

আরও পড়ুন