• ঢাকা
  • শুক্রবার , ৯ জুন ২০২৩ , সন্ধ্যা ০৭:৪৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সমাজসেবা গণসংঘ রক্তদাতা সংগঠনের নতুন কমিটি গঠন

রিপোর্টার : দৈনিক নতুন দিগন্ত
সমাজসেবা গণসংঘ রক্তদাতা সংগঠনের নতুন কমিটি গঠন ই-পেপার/প্রিন্ট ভিউ

রুমান শাহরিয়ার,সরিষাবাড়ী প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সমাজসেবা গণসংঘ রক্তদাতা সংগঠনের এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। 


এসময় কমিটির সাধারণ সদস্যবৃন্দের উপস্থিতিতে আতিকুর রহমান সৌরভকে সভাপতি ও নাহিদ তরফদারকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির মেয়াদ আগামী ০৩মাস পর্যন্ত বহাল থাকবে বলে জানায় সংগঠনটি। 


কমিটি গঠনকালে আতিকুর রহমান সৌরভ,মাকসুদুর রহমান, সানজিদা সাথী,মোতালেব,হৃদয়,আল-আমিন,হাসান,মাহিম,নাহিদ,শান্ত,রিয়াদ সহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


নব নির্বাচিত সভাপতি আতিকুর রহমান সৌরভ বলেন, সমাজসেবা গণসংঘ রক্তদাতা সংগঠন হলো আমার প্রাণপ্রিয় সংগঠন। স্বেচ্ছায় রক্তদান করা,দুঃস্থ ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করা,দুর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ ইত্যাদি সমাজসেবামূলক কাজ করাই হলো এ সংগঠনের মুখ্য বিষয়।


সাধারণ সম্পাদক নাহিদ তরফদার সকলের কাছে সহযোগিতা কামনা করেন যেন তিনি তার উপর অর্পিত সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন।


সারাদেশ

আরও পড়ুন