আবু রায়হান লিটন, স্টাফ রিপোর্টার,নওগাঁঃ
নওগাঁর বদলগাছী-আক্কেলপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বদলগাছী মহাদেবপুর-৪৮(নওগাঁ-৩) আসনের এমপি মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। ১০.৪৫০ কিঃমিঃ সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৭৫৬.৩৫ লক্ষ টাকা বলে জানান উপস্থিত নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান।এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন,বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালিদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, সেচ্ছাসেবক লীগ সভাপতি আবু সাহিন মন্ডল সহ জেলা,উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের নামে সড়কটির নাম করণ করা হয় ।২০শে ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে বদলগাছী চার মাথার মোড়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সুধীসমাবেশে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপি ছলিম উদ্দিন তরফদার আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালিদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়ন আজ দৃশ্যমান,বদল গাছী সহ সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বইছে সেটা শুধু দেশ রত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে নৌকার বিজয়ের বিকল্প নেই।