আব্দুল হাছিব নিজেস্ব প্রতিবেদক
২১ বছর পর বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। শরনখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করা হয়।শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ২ নং খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তাজু সরদার প্রমুখ নেতৃবৃন্দ ঘোষনা করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উল্লেখ করেন সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে মোঃ আজমল হোসেনকে সভাপতি ও মিজানুর রহমান মামুনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাগেরহাটের শরণখোলা উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়।এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ জানান, বাগেরহাট জেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল ইউনিয়ন স্কুল কলেজ ও ওয়ার্ডে ছাত্রলীগের কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে ও নতুন নেতৃত্ব গড়তে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।